বাংলাদেশে শ্রম আইন সংস্কার ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের তাগিদ যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ১০:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১১ বার পড়া হয়েছে
বাংলাদেশে শ্রম আইন সংস্কার ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে টিকফা’র সপ্তম বৈঠকে এ তাগিদ দেয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা- ইউএসটিআর। বৈঠক শেষে এ তথ্য জানিয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক হ্রাস ও অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা- জিএসপি পুনর্বহালের বিষয়ে আলোচনা হয়েছে।
ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট-টিকফা’র অধীনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সপ্তম কাউন্সিল বৈঠক হলো ঢাকায়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠকে দুদেশের প্রতিনিধি দল- বিনিয়োগ, রপ্তানি বাণিজ্য সুবিধা ও শ্রম অধিকার নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চাওয়া হয়েছে। শ্রম অধিকার নিশ্চিতে কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের সম্মতির সীমানা কমাতে যুক্তরাষ্ট্র দাবি করেছে বলেও জানান বাণিজ্য সচিব। শ্রম অধিকার ও শ্রমিকের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ একসাথে কাজ করবে বলেও জানান তপন কান্তি ঘোষ।