বাংলাদেশ আয়তনে ছোট হলেও অর্থনীতিতে বড় জায়গা করে নিচ্ছে : মার্কিন রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৬:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ১৬০৭ বার পড়া হয়েছে
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশ আয়তনে ছোট হলেও অর্থনীতিতে বড় জায়গা করে নিচ্ছে। তাই এখানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো। সকালে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিক মেঘনাঘাট পাওয়ার প্ল্যাট পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। রাষ্ট্রদূত বলেন, বিদেশী বিনিয়োগে নাম্বার ওয়ান বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিক মেঘনাঘাট পাওয়ার প্লান্ট ৫৮৪ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল প্রকল্প।
বিশ্ব জলবায়ু সম্মেলনে প্যারিস চুক্তি অনুযায়ী কার্বন নিঃসরণ কমাতে এই কেন্দ্রে GE এর সর্বশেষ 9HA.01 গ্যাস টারবাইন ব্যবহার করা হয়েছে; যা ৬২ শতাংশের বেশি দক্ষতায় কাজ করে। প্রচলিত গ্যাস টারবাইনের দক্ষতা গড়ে ৩০-৪০ শতাংশ। উৎপাদনে গেলে, দেশের শতভাগ বিদুৎ উৎপাদনে পরিবতন ঘটাবে প্রকল্পটি।
পরিবেশ বান্ধব প্রকল্পটি পরিদর্শনে আসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। নির্মানাধীন প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ধারা অব্যাহত থাকবে।
বিদ্যমান অন্য কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের তুলনায়, ইউনিকের প্রকল্পটি কম কার্বন নিসরণ করবে বলেও জানান পিটার হাস।
বিদ্যমান অন্য কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের তুলনায়, ইউনিকের প্রকল্পটি কম কার্বন নিসরণ করবে বলেও জানান পিটার হাস।