সীমান্তে সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিন্ন দৃষ্টি ভঙ্গি বাংলাদেশ-ভারতেরঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:১১:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন ও দলটির নেতাদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি। করোনার ভ্যাকসিন ভারত সরকার যখন পাবে তখন বাংলাদেশকেও পেতে সহযোগিতা করা হবে বলেও জানান বিক্রম কুমার দোরাইস্বামী। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের রাখিবন্ধনে আবদ্ধ, সীমান্তে সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিন্ন দৃষ্টি ভঙ্গি রয়েছে। সীমান্তে কাউকে বাংলার মাটি ব্যবহার করতে দেয়া হবে না বলেও সাফ জানান ওবায়দুল কাদের ।
বুধবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে স্বাগত জানান।পরে বিক্রম দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী আনুষ্ঠানিক বৈঠক করেন।
বৈঠক শেষে ভারতের নতুন হাইকমিশনার বলেন, আজকের এই সুসম্পর্কের সূচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই ধারাবাহিকতায় দু দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে , যা ভবিষ্যতে আরো জোরদার হবে।এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তিস্তার পানি বণ্টন অচিরেই হতে পারে এ নিয়ে সবুজ সংকেত পাওয়া গেছে। সীমান্তে হত্যার বিষয়ে দু দেশের মধ্যে বৈঠক চলছে,এবং হত্যাকাণ্ড শূন্যতে নামিয়ে আনার বিষয়ে দু’দেশ সফল হবে ।