বাংলাদেশ ছাত্রলীগের বিতর্কিত ৩২ নেতাকে অব্যাহতি
- আপডেট সময় : ০২:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশ ছাত্রলীগের বিতর্কিত ৩২ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। গেলো রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভিন্ন অভিযোগের প্রমাণ সাপেক্ষে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জন অব্যাহতি চেয়ে এর আগেই আবেদন করে। আর ২১ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩২ জনকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। বিভিন্ন অভিযোগে অব্যাহতিপ্রাপ্তদের তালিকা ও স্বেচ্ছায় অব্যাহতির আবেদনের ভিত্তিতে যাদের অব্যাহতি দেয়া হয়েছে তারা হলেন- সহসভাপতি এস এম তৌফিকিল হাসান সাগর, আমিনুল ইসলাম বুলবুল, বিএম শাহরিয়ার হাসান, হাফিজুর রহমান, এস এম হাসান আতিক, স্বাস্থ্য সম্পাদক শাহরিয়ার ফেরদৌস, উপ স্বাস্থ্য সম্পাদক রাতুল শিকদার, শাফিউল সাজিব, উপপ্রচার সম্পাদক সিজাদ আরেফিন শাওন, উপপাঠাগার সম্পাদক রুশী চৌধুরী, সহসম্পাদক আঞ্জুমানারা অনু৷ তাদের বিরুদ্ধে মাদক, বিবাহিত, ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্তসহ সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত অভিযোগ ছিল।