বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বিগ ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা কিংস
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বিগ ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। শেখ রাসেলকে ৩-২ গোলে হারিয়েছে কিংসরা।
কিংস অ্যারেনা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ছিল দু’দল। ২৭ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন ডিফেন্ডার আয়জার আকমাতোভ। ৩৯ মিনিটে মিগুয়েল ফিগুইরার গোলে সমতা ফিরে বসুন্ধরা কিংস। ম্যাচে ১-১ গোলের সমতায় নিয়ে বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে খালেদ শাফেয়ীয়ের গোলে ব্যবধান দ্বিগুন করে বসুন্ধরা কিংস। ৮৫ মিনিটে আবারো গোলের দেখা পায় কিংসারা। ম্যাচের তৃতীয় গোলটি করেন রবিনহো। অতিরিক্ত সময়ে মান্নাফ রাব্বির গোলে ব্যবধান কমায় শেখ রাসেলরা। পরে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।