বাংলাদেশ-মালয়েশিয়ার নারী ফুটবল ম্যাচের প্রাপ্ত টিকিট বিক্রির অর্থ ব্যয় হবে বন্যার্তদের সহায়তায়
- আপডেট সময় : ১০:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচের প্রাপ্ত টিকিট বিক্রির অর্থ ব্যয় হবে সিলেটে বন্যার্তদের সহায়তায়। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, বাংলাদেশ নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
কমলাপুর স্টেডিয়ামে ভিআইপি গ্যালারি বিক্রি না হলেও সাধারণ গ্যালারির টিকিট মুল্য ৫০ টাকা নির্ধারণ করেছে বাফুফে। প্রতি ম্যাচে দশ হাজার টিকিট ছাড়বে ফেডারেশন। ২৩ জুন প্রথম ম্যাচ সামনে রেখে বিকেল থেকে কমলাপুর স্টেডিয়াম এলাকায় টিকিট বিক্রি শুরু করেছে বাফুফে। কাল ঢাকার বেশ কয়েকটি অঞ্চলে টিকিট বিক্রির জন্য মাইকিং করবে ফেডারেশন। পাশাপাশি অনলাইনেও বিক্রির পরিকল্পনা রয়েছে বাফুফের। দ্বিতীয় ম্যাচের টিকিট বিক্রি হবে ২৫ জুন থেকে।বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচ সিলেটে হওয়ার কথা থাকলেও, বন্যার কারণে ম্যাচটি কমলাপুর স্টেডিয়ামে সরিয়ে নেয় বাফুফে