বাংলাদেশ যুব ও ছাত্র অধিকার পরিষদের ৮ কর্মীসহ ৯ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের জেএমসেন হলে দুর্গাপূজার মণ্ডপে হামলার ঘটনায় ডাকসুর সাবেক ভিপি নুরুর নেতৃত্বাধিন বাংলাদেশ যুব ও ছাত্র অধিকার পরিষদের ৮ কর্মীসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গেলরাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এন এম নাছির উদ্দিন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইমন মোহাম্মদ এবং বায়েজিদ থানার আহ্বায়ক ডা. রাসেল। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সবাই ছাত্রশিবিরের সাবেক ক্যাডার। শিবিরের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতায় পরিচয় বদল করে নুরুর নেতৃত্বাধীন সংগঠনে যোগ দেয় তারা।