বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ও শেষ ওয়ানডে আজ
- আপডেট সময় : ০২:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। সিরিজ নিশ্চিত হলেও নির্ভার থাকছে না বাংলাদেশ দল। নিজেদের সেরাটা খেলেই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে চায় টিম টাইগার্স। একই সাথে ওয়ানডে সুপার লিগের শীর্ষস্থানটাও মজবুত করার লক্ষ্য মাহমুদুল্লাহ রিয়াদদের। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ শুরু হবে আজ দুপুর একটায়।
লিটন দাসের ভাগ্যে কি আছে আজ, তা বলা মুশকিল। হাসছে না ব্যাট, শেষ আট ম্যাচে তিনটা ডাক, সর্বোচ্চ স্কোর ২৫। বাদ পড়াটা প্রায় নিশ্চিত, ব্যাটিং সেশনে নামার আগে ক্যাপ্টেনের থেকে হয়তো সে বার্তাটাই পেয়েছেন। টাইগার স্টইলিশ ব্যাটসম্যানের চোখে মুখে তাই গোমট ভাব।লিটনের বদলি তাহলে কে! অপশন দুইটা, সৌম্য আর নাঈম শেখ। তামিমের পার্টনার হবার দৌঁড়ে এগিয়ে অভিজ্ঞ সৌম্য। ম্যাচের আগের দিন অনুশীলন দেখে অন্তত সেটাই মনে হয়েছে। নেটে সবার আগে প্রবেশ করেছেন, ব্যাটিং সেশন শেষ করেছেন সবার পরে। সৌম্যের ব্যাটিংয়ে তীক্ষ্ম নজর ছিল কোচিং স্টাফের।সিরিজ জয় নিশ্চিত হয়েছে, তবুও অস্বস্তি স্বাগতিক শিবিরে। নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারেননি টাইগাররা। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠা যায়নি।মুশফিক-রিয়াদ হাল ধরেছেন বলেই হাঁফ ছেড়ে বাঁচা।