বাংলাদেশ সেনাবাহিনী স্কোয়াশ প্রতিযোগিতা-২০২০ শেষ হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
শেষ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী স্কোয়াশ প্রতিযোগিতা-২০২০। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সম্মিলিত দল ৬ ও ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড। টুর্নামেন্টের রানারআপ দল ১০ পদাতিক ডিভিশন।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অফিসার মেজর আব্দুল্লাহ মোহাম্মদ রকিবুল কবির এবং অন্যান্য পদবীর মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ল্যান্স কর্পোরাল রনি দেব নাথ। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সফিকুর রহমান। এসময় ঢাকা অঞ্চলের কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, ৩ ডিসেম্বর ১৩ দলের অংশগ্রহনে শুরু হয় স্কোয়াশ প্রতিযোগিতা।