বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ৮ ঘন্টায় চলে ৫টি ছোট ফেরি
- আপডেট সময় : ০২:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণাঞ্চলের নৌ-রুটের বিকল্প হিসেবে এখন ফেরি চলছে শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি ঘাট ধরে। এখানে বর্তমানে চলছে মাত্র ৫টি ফেরি। বাংলাবাজার-শিমুলিয়ায় দিনে ৮ ঘন্টায় চলে ছোট আকারের ৫টি ফেরি। আসছে ঈদে দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষের চাপ সামলাতে এই রুটে ফেরির সংখ্যা বাড়ানো দাবি উঠেছে। একইসঙ্গে বলা হচ্ছে ২৪ ঘন্টা ফেরি চালু রাখতে।
পদ্মায় তীব্র স্রোতের কারণে কয়েক দফায় পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির সংঘর্ষ হয়। ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় পদ্মা সেতুর পাইল ক্যাপ।এই নৌপথে দুর্ঘটনা এড়াতে গেল ১৮ আগস্ট পর থেকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়
তবে গেলো বছরের ৭ নভেম্বর থেকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছোট ছোট ৫টি ফেরি দিয়ে জরুরি অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি ও যাত্রী পারাপার চলছ। এছাড়া, দিনের বেলা মাত্র ২টি ফেরি চলে শরীয়তপুরের মাঝিকান্দি নৌরুট দিয়ে।
দুই নৌ-রুটে এখন ব্যক্তিগত যানবাহন, অ্যাম্বুলেন্স, ছোট যানবাহন পারাপার হচ্ছে। বন্ধ আছে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপার। বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পীডবোট চলছে। ঈদকে সামনে রেখে ইতোমধ্যেই লঞ্চগুলো প্রস্তত রয়েছে। যাত্রীরা দাবী জানান ফেরির ২৪ ঘন্টা সার্ভিস চালু রাখার।
পদ্মায় পানি বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর নীচ দিয়ে ফেরি চালাতে অনীহা প্রকাশ করেন ফেরির মাস্টারর্। কম ফেরি চললেও এ দিয়েই আশানুরুপ সার্ভিস দেয়া সম্ভব বলে দাবি বিআইডব্লিউটিসি কর্মকর্তার।
ঈদকে সামনে রেখে বিশেষ সেবা চালু না করলে ঘরমুখী মানুষের চাপ সামলাতে পারবে কিনা কর্তৃপক্ষ তা নিয়েই এখন প্রশ্ন?