শুল্কহার বৃদ্ধিতে অচল পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর
- আপডেট সময় : ০২:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ১৮৬৬ বার পড়া হয়েছে
স্লট বুকিং সমস্যার রেশ কাটতে না কাটতেই রাজস্ব বিভাগের শুল্কহার বৃদ্ধি করায় আবারও অচলাবস্থা দেখা দিয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। পুরো আগষ্ট জুড়ে পাথর আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের সাথে কর্মহীন হয়ে পড়েছে বন্দরের শ্রমিকেরা। সংশ্লিষ্টরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে সরকার কয়েক কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হবে।
বাড়তি শুল্ক নির্ধারণ করার প্রতিবাদে আবারও পাথর আমদানি বন্ধ করেছে বাংলাবান্ধা স্থলবন্দরের স্থানীয় ব্যবসায়ীরা। আর এতেই পুরো আগষ্ট জুড়ে বন্দরে নতুন করে দেখা দিয়েছে অচলাবস্থা। বন্দর কর্তৃপক্ষ জানায়, ভারত থেকে আমদানি করা পাথরের ট্রাক প্রতি শুল্ক কর ছিল ১২ ডলার। আগষ্টের এক তারিখে শুল্ক বিভাগ এক ডলার বাড়িয়ে সেটি ১৩ ডলার নির্ধারণ করে। অন্যদিকে ভুটান থেকে আসা প্রতিটি পাথর বোঝাই ট্রাকের শুল্ক ছিল ২১ ডলার। বর্তমান নতুন শুল্ক হার নির্ধারণ করে ২৪ ডলার।
বন্দরে কর্মরত শ্রমিকেরা বলছেন, একটানা পাথর আমদানি বন্ধ থাকায় বন্দরের প্রায় সহধিক শ্রমিক একেবারেই কমর্মহীন হয়ে পড়েছে। অর্থাভাবে তাদের দিন কাটছে অর্ধাহারে অনাহারে।
আর ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন করে আরোপ করা শুল্ক প্রত্যাহার না করা পর্যন্ত তারা পাথর আমদানি করবেন না।
গত অর্থ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে উল্লেখ করে বন্দরের রাজস্ব বিভাগ বলছেন, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
আর বন্দরের ব্যবস্থাপক বলছেন, স্লট বুকিং ও শুল্ক হার বৃদ্ধি করায় উভয় প্রান্তের ব্যবসায়ীরা পাথর আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে।
বন্দর সংশ্লিষ্টরা বলছেন, অর্থ বছরের শুরুতে এমন অচলাবস্থা চলতে থাকলে একদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব অন্যদিকে গুরুত্ব হারানোর শঙ্কায় পড়েছে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দরটি।