বাংলা নববর্ষ বরণে ঢাবি’র চারুকলা প্রাঙ্গণে চলছে শিক্ষার্থীদের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি
- আপডেট সময় : ০৮:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বাঙালির সার্বজনীন সবচেয়ে বড় উৎসব বাংলা নববর্ষ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে চলছে শিক্ষার্থীদের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। করোনার কারণে গত দুই বছর পহেলা বৈশাখ উদযাপনের কোন আনুষ্ঠানিকতা হয়নি। অবস্থা স্বাভাবিক হয়ে আসায় আসন্ন বাংলা বছরকে স্বাগত জানাতে নানা কর্মযজ্ঞে প্রাণবন্ত এখন চারুকলা।
জাগতিক বিশ্বের সকল অমঙ্গলকে মুছে ফেলে নির্মল আনন্দে মেতে উঠুক গোটা বিশ্ব। কবির ভাষায়…নির্মল কর, মঙ্গল কর, মলিন মর্ম মুছায়ে…. এই বার্তাকে সামনে রেখে বাঙ্গালী জাতি বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বরণ করে নিতে যাচ্ছে বাংলা বর্ষ ১৪২৯’কে।
এ উৎসবকে ঘিরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভা যাত্রার প্রস্তুতি। শিক্ষার্থীদের রঙের তুলিতে ফুটে উঠছে রং বেরঙের নানা শিল্পকর্ম।
করোনা সংক্রমণে দুই বছর বিরাট ছন্দপতন হওয়াতে এবারের বর্ষবরণ নতুন মাত্রা ছড়িয়ে দিবে বলে জানান ক্ষুদে শিল্পীরা।
সকল অশুভ কাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে অসাম্প্রদায়িক চেতনার নিদর্শন হিসেবে এবারের মঙ্গলশোভা যাত্রা প্রদর্শন করা হবে বলে জানান চারুকলার এই শিক্ষক।
পুরনো বছরের জরাজীর্ণ স্মৃতি ভুলে নতুনের হাতছানি আসে.. বৈশাখে। এই আহ্বান হোক নির্মল ও মঙ্গলময়… এমনটাই প্রত্যাশা সকলের।