বাইডেনের জয় পাওয়া চারটি অঙ্গরাজ্যের ভোটের ফল বাতিলের জন্য ট্রাম্পের আবেদন খারিজ
- আপডেট সময় : ০২:১১:১০ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বাইডেনের জয় পাওয়া চারটি অঙ্গরাজ্যের ভোটের ফল বাতিলের জন্য, ডোনাল্ড ট্রাম্পের আবেদন খারিজ করে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট।
মামলাটিতে রাজ্যের অ্যাটর্নি জেনারেলসহ ১২৭ জন রিপাবলিকান সদস্য সমর্থন করেছিলেন। এর আগে ছোটখাট বিভিন্ন আদালতে করা একাধিক মামলা প্রত্যাখাত হলেও ট্রাম্পের শেষ ভরসা ছিল সুপ্রিম কোর্ট। টেক্সাসের একটি মামলার ‘কোনো আইনি ভিত্তি নেই’ জানিয়ে সংক্ষিপ্ত আদেশে আবেদনটি খারিজ করে রায় দেন সুপ্রিম কোর্টের বিচারক। সম্প্রতি পেনসিলভেনিয়াতেও অন্য একটি মামলা প্রত্যাখাত হয় মার্কিন আদালতে।অন্যদিকে, শিগগিরই জর্জিয়ার সিনেটের দুটি আসনে পুনর্নিবাচন হতে যাচ্ছে। সেখানে ট্রাম্প এবং বাইডেন দু’জনই ৫০ শতাংশ করে ভোট পেয়েছেন। আর এই দুটি আসনই ভাগ্য নির্ধারণ করবে আমেরিকার। ফলে ট্রাম্পের সমর্থনে জর্জিয়ায় লং-মার্চ বের করতে যাচ্ছে রিপাবলিকান শিবির। ট্রাম্পের পক্ষে টেক্সাসের অ্যার্টনি জেনারেলের করা মামলায় গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনে ফলাফল বাতিলের আবেদন করা হয়েছিল।