বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১৩৩ তম তিরোধান দিবস আজ
- আপডেট সময় : ১২:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ২০৪৮ বার পড়া হয়েছে
বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১৩৩ তম তিরোধান দিবস আজ। ১৮৯০ সালের ১৭ অক্টোবর ভোরে মরমি সাধক লালন শাহ দেহত্যাগ করেন এবং তাঁর সাধনার ঘরের মধ্যেই তাকে সমাহিত করা হয়। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়ায় শুরু হচ্ছে ৩ দিন ব্যাপি লালন উৎসব।
সন্ধায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এই উৎসব উদ্ধোধন করবেন। উৎসব ঘিরে আখড়া বাড়িতে এখন সাজ-সাজ রব। আগে থেকেই বেড়েছে সাধু-গুরুদের ভিড়। ছোট ছোট দলে ভাগ হয়ে তারা দরদ ভরা গলায় গেয়ে চলেছেন লালনের গান। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানিরাও মেলার পসরা সাজিয়ে বসেছেন। আলোচনা সভা ও সংগীতের জন্য নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির উদ্যোগে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর তিনদিন চলবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।