বাউল সম্রাট শাহ আব্দুল করিমের আজ ১০৫তম জন্মদিন
- আপডেট সময় : ০৭:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
হাওড়পাড়ের কৃতি সন্তান শিল্পী বাউল সম্রাট শাহ আব্দুল করিম। দেড়হাজার গানের রচয়িতা এই বাউলের আজ ১০৫তম জন্মদিন। তবে করোনার কারণে নেই কোন উৎসব। সুনামগঞ্জের দিরাইয়ের কালনী নদীতীরের উজান ধলগ্রামের মাঠের উৎসব বাতিল করা হয়েছে এবার।
“কোন মেস্তোরি নাও বানাইল কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পংঙ্খি নায় , কেন পিরিতি বাড়াইলে রে বন্ধু ছেড়ে যাইবা যদি “জ্ঞানী গুণী সবাই বলেন মুক্তি আসে মানবতায়, মানবতা, মন ধর্ম-কর্ম বিফলে যায়”
এমন অসংখ্যা কালজয়ী গানের রচয়িতা সুনামগঞ্জের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের। দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের কালনী নদীর তীরে জন্ম নেয়া আজকের দিনে জন্ম নেন তিনি।
দারিদ্র্য ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আবদুল করিমের সংগীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তার নিত্যসঙ্গী।
বাউল ও আধ্যাত্মিক গানের তালিম নেন কমর উদ্দিন, সাধক রসিদ উদ্দিন, শাহ ইব্রাহিম মোস্তান বকসের কাছ থেকে। একুশে পদপ্রাপ্ত বাউল শিল্পী শাহ আব্দুল করিম। তার জীবদ্দশায় দেড় হাজারের অধিক গান রচনা করে গেছেন।
শাহ আব্দুর করিমের ১০৫তম জন্ম বার্ষিকীতে কোন উৎসব না থাকায় হতাশ তার ভক্ত আশেকান ও শিল্পীরা।মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের কারণে বাতিল করা হয়েছে দুইদিনব্যাপী “করিম লোক উৎসব”
করোনার প্রাদুর্ভাব কমে গেলে উৎসব আয়োজনের দাবী জানিয়েছেন ভক্তদের।
২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন ভাটির এই গুণী মানুষ। মৃত্যুর পর সর্বস্তরের বিশেষ করে সাধারণের কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠেন বাউল শাহ্ আব্দুল করিম।