বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যতিক্রমী উদ্যোগ
- আপডেট সময় : ০১:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
করোনার নমুনা সংগ্রহসহ সাধারণ রোগীদের চিকিৎসায় সারাদেশে সাড়া ফেলেছেন রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। বাড়ি বাড়ি গিয়ে তারা রোগীদের নমুনা সংগ্রহ ও পরামর্শ দিচ্ছেন। এতে রোগীদেরও বাড়ছে মনোবল। তাদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে এরইমধ্যে অনুকরণীয় হিসেবে স্বীকৃতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজশাহীর প্রত্যন্ত এলাকা বাগমারা এবার করোনা সন্দেহভাজনদের নমুনা সংগ্রহে সারাদেশে দৃষ্টান্ত দেখালো। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে ফেরা ব্যক্তিদের খোঁজ পেলেই চিকিৎসকরা ছুটছেন নমুনা সংগ্রহে। এতে রোগীরা চিকিৎসকদের কাছে পাচ্ছেন ও কথা বলছেন খোলাখুলি। ফলে তৈরি হচ্ছে আস্থার সম্পর্ক।
করোনা পরিস্থিতেও মাঠ পর্যায়ে এমন অগ্রণী ভুমিকায় আছেন এ হাসপাতালেরই একদল তরুণ চিকিৎসক। তারা বলছেন, চাহিদা মতো পিপিই’র যোগান পেলে কাজটি আরো সহজ হতে পারে। আর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দাবি, আরেকটি অ্যাম্বুলেন্সের।
এদিকে, চিকিৎসকসহ স্বাস্থকর্মীদের সুরক্ষায় ব্যক্তিগত উদ্যোগে পিপিই দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। তিনি জানান, রাজশাহী তার নিজস্ব ফ্যাক্টরিতে শুরু হচ্ছে পিপিই তৈরির কাজ।
এরইমধ্যে বাগমারার চিকিৎসকদের এমন কাজের প্রশংসা করে অন্যদেরও তা অনুসরণের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।