বাগেরহাটের বিএনপি নেতা নূরে আলম হত্যাকাণ্ডের ঘটনায় ৯ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়া হত্যাকাণ্ডের মূল ঘাতক ফরিদসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রাতে বাগেরহাট জেলা পুলিশ ঘাতকদের আটক করে। আটককৃতদের তথ্য অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। রাতে নিহতের স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে বাগেরহাট থানায় হত্যা মামলা করেন। বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, তানু হত্যার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। গেল শুক্রবার বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড়ে ফরিদ নামের একব্যক্তির গুলিতে নিহত হন নুরে আলম। তিনি বাগেরহাট জেলা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে… বাগেরহাটে বিএনপি নেতা নুরে আলম ভুঁইয়া হত্যার প্রতিবাদে আজ দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।