বাগেরহাটের শিশু শিক্ষা নিকেতনে দেখা মিলবে দোয়াত কালি আর তালপাতার
- আপডেট সময় : ০২:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
প্রাচীনকালে দোয়াতের কালি আর তালপাতায় শিক্ষা জীবন শুরু করতো শিশুরা। ঝকঝকে হয়ে উঠতো হাতের লেখা। সময়ের সাথে পরিবর্তন হয়েছে সেই ব্যবস্থার। তবে নতুন করে সেই শিক্ষার কথা মনে করিয়ে দিচ্ছে বাগেরহাটের চিতলমারীর শিশু শিক্ষা নিকেতন নামের একটি পাঠশালা। দীর্ঘ ১৮ বছর ধরে চলতে থাকা এ পাঠশালা থেকেই শিক্ষা জীবন শুরু করছে কোমলমতি শিশুরা, শিখছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, বানান, যুক্তাক্ষর, শতকিয়া, নামতা ও নৈতিক শিক্ষা।
বাগেরহাটের জেলার চিতলমারী উপজেলার প্রত্যন্ত গ্রাম ডুমুরিয়া। এই গ্রামের পন্ডিত কালিপদ বাছাড়। ১৮ বছর ধরে একটি পাঠশালা চালাচ্ছেন ৭৫ বছর বয়সের এই ব্যক্তি। নাম শিশু শিক্ষা নিকেতন।
গ্রামবাসীর সহায়তায় এই শিক্ষা প্রতিষ্ঠানে দেখা মিলবে দোয়াত কালি আর তালপাতার। এখানকার শিশুরা দোয়াতের বনানো কালি আর বাঁশের কঞ্চির কলম দিয়ে তালপাতায় লিখে হয় তাদের হাতেখড়ি। যা অনেকের কাছেই রূপকথা বলে মনে হতে পারে।
অর্ধশত শিশু তালপাতায় করছে অক্ষর জ্ঞান চর্চার দৃশ্য মুগ্ধ করবে সবাইকে। পাঠশালার শিক্ষক পন্ডিত জানান, এমন চর্চায় হাতের লেখা ভালো হয়। বিদ্যালয়ে যাওয়ার উপযোগী করে শিশুদের গড়ে তোলা হয়।
পাঠশালাটিতে সুপেয় পানি সরবরাহ এবং জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের সহায়তা কামনা করেছেন অভিভাবক ও স্থানীয়রা। সমাধানের আশ্বাস দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক।
পাঠশালাটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। প্রায় ৫টি গ্রামের ৫০ জন শিশু এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।