বাগেরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নারীসহ ২ যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বাগেরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে নারীসহ ২ যাত্রী নিহত হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি মেঘনা ক্লাসিক পরিবহনের। সকালে ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশ্যে ছেড়ে আসে বাসটি। দ্রুতগতিতে থাকায় ফকিরহাটের পালেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ২ যাত্রীর মৃত্যু হয়।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, গেল রাতে মহাসড়কের পাশে দু’জন যাত্রীসহ দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়।