অব্যবহৃতভাবে পড়ে আছে অর্ধলক্ষ টাকার কেমিস্ট্রি এ্যানালাইজার মেশিন
- আপডেট সময় : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- / ১৬২৫ বার পড়া হয়েছে
বাগেরহাটে ২৫০ শয্যা জেলা হাসপাতালে এক বছর ধরে অব্যবহৃতভাবে পরে আছে প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের অটোমেটিক কেমিস্ট্রি এ্যানালাইজার মেশিন। স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েও, রোগ নির্নয়ে বায়োক্যামিক্যাল পরীক্ষার আধুনিক এই যন্ত্র চালু করতে পারেনি কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে মেশিনটি সচল করার দাবি সেবা প্রত্যাশীদের।
হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কোনে বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে অটোমেটিক কেমিস্ট্রি এ্যানালাইজার মেশিন। ৩৮ লাখ ২৮ হাজার ১২০ টাকা মূল্যের মেশিনটি এক বছরেও চালু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে এই মেশিন দেয়া হয়। ঘন্টায় ৩৬০টি নমুনার ফলাফল দিতে সক্ষম অত্যাধুনিক এই মেশিনে ব্যায়োকেমিস্ট্রি, হরমোন, ইমিউনোক্রোমাটোগ্রাফি বিষয়ে অর্ধশতাধিক পরীক্ষা করা যায়।স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি ও সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সায়েন্স হাউজ মেশিনের সাথে যোগাযোগ করলেও সাড়া না পাওয়ায় উচ্চক্ষমতা সম্পন্ন এ মেশিনটি চালু করতে পারছে না প্যাথলজি বিভাগ।ফলে গুরুত্বপূর্ণ বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে রোগীরের নির্ভর করতে হচ্ছে বেসরকারি ডায়গনস্টিক সেন্টারের উপর। এতে করে অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি ভোগান্তিতেও পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের। জেলা হাসপাতালে বিভিন্ন বিভাগে প্রতিমাসে রোগ নির্ণয়ের জন্য ৬ হাজারের বেশি রোগীর পরীক্ষা করা হয়।