সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে শুরু হয়েছে বাঘ গণনা
- আপডেট সময় : ০২:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে শুরু হয়েছে বাঘ গণনা। ৫ নভেম্বর দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে এই জরিপ কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার। এই জরিপের ফলে প্রাপ্ত বাঘের সংখ্যা জানা যাবে আগামী বছর ২৯ জুলাই।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা নদীর এ দৃশ্য ২ সেপ্টেম্বরের। পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ে সুন্দরবনের পাহারাদার রয়েল বেঙ্গল টাইগারের। সম্প্রতি বনবিভাগের অফিসসহ সুন্দরবন সংলগ্ন এলাকা গুলোতে প্রায়ই দেখা মিলছে বাঘের। গ্রামবাসীরা এখন রাতজেগে পাহারা দেন। সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়েছে বলে দাবি বনবিভাগের। সত্যতা যাচাইয়ে ৫ নভেম্বর থেকে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে ট্রাপিং পদ্ধতিতে শুরু হয়েছে বাঘ গননা।
এই দুই রেঞ্জে ৩০০টি ষ্টেশনে দুটি করে মোট ৬’শ ক্যামেরা বসেছে বাঘ মামার তথ্য উপাত্ত সংগ্রহে। বিশ্লেষণ শেষে ২০২৪ সালের ২৯ জুলাইয়ে বিশ্ব বাঘ দিবসে এর ফলাফল জানা যাবে। বাঘ গননার ব্যয় হতে পারে দুই কোটি ৭০ লাখ টাকা।
পশ্চিম সুন্দরবন বিভাগের সাতক্ষীরা ও খুলনা রেঞ্জে ইতোমধ্যে জরিপের কাজ চলছে। আগামী বছরের এপ্রিলে শেষ হবে এই কাজ।
সুন্দরবনের বাঘ রক্ষায় বন সংলগ্ন এলাকাবাসী, বনরক্ষীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্ট উপমন্ত্রী।
৮ বছর আগে সুন্দরবনে বাঘের প্রথম জরিপ ১০৬টি বাঘের সন্ধান মেলে। ২০১৮ সালে সর্বশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪টি।