৬ষ্ঠ দল হিসেবে এশিয়া কাপ নিশ্চিত করলো হংকং
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বাছাই পর্ব পেরিয়ে ৬ষ্ঠ দল হিসেবে এশিয়া কাপ নিশ্চিত করলো হংকং। কোয়ালিফায়ারের শেষ ম্যাচে আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেয় তারা।
গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের সঙ্গী হয়েছে দলটি। এশিয়া কাপের মূল পর্বে অংশ নিতে বাছাইপর্বে মাঠে নেমেছিল চারটি দল। হংকং ছাড়াও ছিল সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও কুয়েত। বাছাই পর্বে হংকং তিন ম্যাচের সব কটিতেই জিতেছে। প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৮ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে কুয়েতের বিপক্ষে পায় ৮ উইকেটের বড় জয়। তৃতীয় ম্যাচে তারা হারিয়েছে আরব আমিরাতকে। এশিয়া কাপের মূল পর্বে আগামী ৩১ আগস্ট দুবাইয়ে ভারত এবং ২ সেপ্টেম্বর শারজায় পাকিস্তানের মুখোমুখি হবে হংকং। ২৭ আগস্ট থেকে শুরু হবে এবারের আসর।