বাজারগুলোতে কোনোভাবেই কমছেনা ব্রয়লার মুরগির দাম
- আপডেট সময় : ০২:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারগুলোতে কোনোভাবেই কমছেনা ব্রয়লার মুরগির দাম। পাশাপাশি আবারও বেড়েছে ডিমের দাম। অন্যদিকে পেঁয়াজসহ শীতকালীন সবজির দাম খানিকটা কমলেও, বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল চিনিসহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। ফলে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের হিমশিম অবস্থা।বারবার বাজার মনটিরিংয়ের দাবি জানালেও সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সাধারণ মানুষকে। শুক্রবার সকালে রাজধানীর বাজার ঘুরে উঠে এসেছে এই চিত্র ।
সপ্তাহের ব্যবধানে ১৫ থেকে ২০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা। আগের দামেই বিক্রি হচ্ছে সোনালী ও লেয়ার মুরগী। আমদানী কম থাকায় দাম বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
প্রতিনিয়ত খাদ্যপণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। তাদের দাবি, দাম বাড়ার কারণে ক্রয় ক্ষমতা কমছে তাদের।
এদিকে আগের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে তেল, চিনি, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য। তবে, শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমেছে বেশিরভাগ সবজির।
আর সপ্তাহের ব্যবধানে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা। চাষ করা মাছের দাম কিছুটা কমলেও সব রকম নদীর মাছের দাম আগের মতই চড়া।আর নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে গরু এবং খাসির মাংস।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তারা।
আপস…