বাজারগুলোতে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমছে না বেশিরভাগ সবজির
- আপডেট সময় : ০২:৫৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমছে না বেশিরভাগ সবজির। পাশাপাশি কোনো কারণ ছাড়াই আবারও বাড়তে শুরু করেছে ভোজ্য তেলের দাম। এছাড়া আগের মতোই চড়া দাম চাল, ডাল, আটা, চিনিসহ সবরকম খাদ্যপণ্যের। বাজারে এসে হতাশ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। বাজারদর নিয়ে বারবার মনিটরিংয়ের দাবি জানানো হলেও কার্যকর কোন সুফল পায় না মানুষ।
বাজারে শীতকালীন সবজিতে ভরপুর। সরবরাহও ব্যাপক। তবুও কেজিতে ৫০ টাকার কমে পাওয়া যায় না কোনো সবজি। ৭০ থেকে ৮০ টাকার কমে মিলেছেনা লাউ এবং বেগুন। বরবটি, ঢেড়স, কিংবা করল্লা কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০টাকা। ব্যবসায়ীদের দাবি, সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে সব রকম সবজির। খাদ্যপণ্যের চড়া দামে ক্ষুব্ধ স্বল্প আয়ের মানুষ।
এদিকে, আবারও দাম বাড়তে শুরু করেছে সয়াবিন তেলের। ৫ লিটারের ক্যান ৪০ থেকে ৫০ টাকা দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৮শ টাকা।
এদিকে, গত সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগির দাম; কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। ডিমের দামও ডজন প্রতি কমেছে ৫ থেকে ১০টাকা। তবে এখনও চড়া দেশি ও পাকিস্তানি মুরগীর দাম।
অন্যদিকে, দাম বেড়েছে সব রকম মাছের। বেড়েছে মাংসের দাম। আর আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, আটা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সব খাদ্যপণ্য।
খাদ্যপণ্যের দাম ক্রমাগত বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা আবারও বাজার মনিটরিংয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় ।