বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে খাদ্য মন্ত্রণালয়ের চিঠি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ১৭৮৫ বার পড়া হয়েছে
বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানির জন্য ৩০ প্রতিষ্ঠানকে অনুমতি দেয়ার সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়কে আজ চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
জানা গেছে, বেসরকারিভাবে চাল আমদানির ৩০টি প্রতিষ্ঠানকে ৮৩ হাজার টন চাল আমদানির অনুমতির জন্য সুপারিশ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিদ্ধ ৪৯ হাজার টন ও ৩৪ হাজার টন আতপ চাল। শর্ত অনুযায়ী, আগামী ২৫ এপ্রিলের মধ্যে এই চাল আমদানি করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে।
বরাদ্দের অতিরিক্ত আইপি ইস্যু করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠান নামে ফের প্যাকেটজাত করা যাবে না। আমদানি করা বস্তায় চাল বিক্রি করতে হবে বলেও শর্তে উল্লেখ করা হয়েছে।