বাজেটে শুল্ক আরোপের প্রভাবে দাম বাড়ছে বেশিরভাগ পণ্যের; কমেনি শুল্ক প্রত্যাহার করা পণ্যের দাম
- আপডেট সময় : ০৮:৩৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
প্রস্তাবিত বাজেটে শুল্ক আরোপে বেশিরভাগ পণ্যেরই দাম বেড়েছে বাজারে। তবে কমেনি শুল্ক প্রত্যাহার করা কোনো পণ্যের দাম। বাজেট পেশের পরদিনই রাজধানীর বাজারে মিলেছে এমন চিত্র। বেড়ে গেছে দেশি সিগারেটের পাশাপাশি আমদানিকৃত ফল, গাড়ি, মোটরসাইকেল, ল্যাবটব, বডি স্প্রেসহ প্রসাধন সামগ্রির দাম। শুল্ক কমানোর পরও কমেনি শিশু খাদ্য, ডাইপার, সিসিটিভি, প্রেসার কুকার, দেশী ফোনের দাম।
বাজেট মানেই সাধারন মানুষের একটাই ভাবনা কোন পন্যের দাম বেড়েছে আর কোন পন্যের দাম কমেছে। তাই কতো টাকার বাজেট হলো কিংবা ঘাটতি কতো, তা নিয়ে খুব একটা মাথা ব্যাথা নেই সাধারন মানুষের।
শুল্ক বাড়ানোর প্রস্তাব পেশের পরই বাজারে দাম বেড়েছে
দেশি-বিদেশী সিগারেট, আমদানিকৃত ফল, গাড়ি, মোটরসাইকেল, ল্যাবটপ, ডেক্সটপ, প্রিন্টার, ফার্নিচার, চিস, ক্যাপসিকাম, প্যাকেটজাত খাদ্য, বডি স্প্রে, কসমেটিকসসহ প্রসাধন সামগ্রির দাম বেড়েছে।
বাজেট পাসের আগেই দাম বাড়ানোয় ক্ষুব্ধ ক্রেতারা। তাদের দাবি, বাজেট পেশেরআগে এসব সামগ্রির দাম এক দফা বাড়ানো হয়েছে।
বিক্রেতারা বলছেন, আমদানি খরচ বাড়ার কারণে, বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কেউ কেউ জানান, দু’চারদিন পর আরেক দফা পণ্যমূল্য বাড়বে।
করোনায় আর্থিক ক্ষতির মুখে মানুষের আয় কমার বিষয়টি মাথায় রেখেই দেশীয় কিছু পন্যের শুল্ক কমানো কিংবা প্রত্যাহার করা হয়েছে। স্বাভাবিক কারনেই, এসব পণ্যের দাম কমার প্রত্যাশা মানুষের।
কিন্তু বাজারে দেশীয় শিশু খাদ্য, ডাইপার, স্যানিটারি ন্যাপকিন, সিসিটিভি, প্রেসার কুকার, মাইক্রোভেন, ফোন, কম্পিউটারসহ আইসিটি–কোনো পণ্যের দামই কমেনি।
মজুদ পণ্য বেশি দামে কেনা বলে দাম কমানো হয়নি বলে জানান বিক্রেতারা। আগামীতে কম দাম কিনলে কম দামে বিক্রি করা হবে বলে জানান তারা।
বাজেটে সুফল নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করার তাগিদ দিয়েছেন সাধারণ মানুষ।