বাজেট জনগণের পকেট কাটার তামাশা ছাড়া আর কিছুই নয় :মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখান করেছে বিএনপি। সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাজেট প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বাজেট সংখ্যানির্ভর ধুম্রজাল এবং জনগণের পকেট কাটার তামাশা ছাড়া আর কিছুই নয়। করোনাকালের এ বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার প্রয়োজন ছিলো স্বাস্থ্য ও কর্মসংস্থানে। কিন্তু স্বাস্থ্যখাতের বরাদ্দ জনগণকে হতাশ করেছে। এসময় প্রস্তাবিত রাজনৈতিক দল নিবন্ধন আইনে ‘কমিশন’, ‘কমিশনার’ শব্দগুলো অক্ষুণ্ণ রেখে নির্বাচনী পদ-পদবির বাংলা করার যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, তা অনৈতিক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০২০-২১ অর্থবছরের বাজেট পাস পরবর্তী প্রতিক্রিয়া জানাতে বিএনপির এই ভার্চুয়াল সংবাদ সম্মেলন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংসদে পাশ করা বাজটেকে প্রত্যাখান করে তিনি বলেন, দেশকে একটি লুটেরা আমলাতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রে পরিনত করতে কাজ করছে সরকার।
স্বাস্থ্যখাতের বর্তমান বরাদ্দ জনগনকে হতাশ করেছে বলেও জানান মির্জা ফখরুল।
এ বাজেট করোনাকালে স্বাস্থ্যসংকটে পড়া মানুষের নাভিশ্বাস আরও বাড়িয়ে দেবার বাজেট উল্লেখ করে তা বাস্তবায়নযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
এসময় প্রস্তাবিত রাজনৈতিক দল নিবন্ধন আইন নিয়েও কথা বলেন ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর।