দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে নদ-নদীর পানি
- আপডেট সময় : ০৩:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুষ্টিয়া, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে নদ-নদীর পানি। ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তিস্তার ভাঙনে বিলীন ঘর বাড়ি, ফসলি জমি।
পানি বাড়ছে কুড়িগ্রামের নদ-নদীতে। নদীগর্ভে বিলীন ফুলবাড়ি উপজেলায় নাওডাঙা ইউনিয়নে শতাধিক বসতবাড়ি। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
অন্যদিকে যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জের চৌহালী, শাহজাদপুর ও এনায়েতপুরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীতে তলিয়ে গেছে স্কুল, বসতবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ও ফসলি জমি। এতে দিশেহারা নদীপাড়ের মানুষ। টাঙ্গাইল সদর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর ও মির্জাপুর উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামের বসতভিটাসহ ফসলি জমি ডুবেছে পানিতে।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আগ্রাসী হয়ে ওঠেছে তিস্তা। তিন ফুট পানির নিচে এখন রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৫ ইউনিয়নের ৩০ গ্রাম। মানবেতর জীবনযাপন করছেন নিম্নাঞ্চল ও দ্বীপ চরের ৫০ হাজার মানুষ। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। নলকূপ তলিয়ে থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। তিস্তার ভাঙন রোধে ত্রাণের বিপরীতে বেড়িবাঁধ নির্মাণের দাবি বানভাসিদের।