বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কবলিত এসএটিভি’র গাড়ী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে দুর্ঘটনায় কবলিত হয়েছে এসএটিভির গাড়ী। এতে আহত হয়েছেন রিপোর্টার ও ক্যামেরাম্যান সহ ৬ জন।
বিকেলে রাজধানীর পূর্বাচলে কাঞ্চন ব্রীজ সংলগ্ন এলাকায় একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে এসএটিভির গাড়ীটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছে ড্রাইভার খোকন, ক্যামেরাপার্সন মিন্টু, সহযোগী ক্যামেরাপার্সন জহিরুল, অনুষ্ঠান প্রযোজক মুকুট ও গালিব এবং প্রতিবেদক ফয়সাল।