বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

- আপডেট সময় : ০২:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
টঙ্গীর তুরাগ তীরে বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুরুতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খূরশেদ। আজ জুমার নামাজে অংশ নিতে লাখো মুসল্লির ঢল নেমেছে। জুমার নামাজে ইমামতি করবেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মুহম্মদ জুবায়ের আহমেদ।
আলমী শূরাদের তত্ত্বাবধানে চলছে বিশ্ব ইজতেমার এই প্রথম পর্ব। বোরবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ পর্ব শেষ হবে। এরপর চারদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশের মুসল্লিরা ট্রাক, পিকআপ এবং ট্রেনসহ বিভিন্ন যানবাহনে চড়ে লাখো মুসল্লির ঢল নামে তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে। বিশ্বের ৩৫টি দেশের দুই হাজার বিদেশি মুসল্লি ময়দানে উপস্থিত হয়েছেন। অন্যান্য দেশের আরো অনেকের যোগ দেয়ার কথা রয়েছে। এবার পুরো ময়দানকে ৮৭ খিত্তায় ভাগ করে আগত মুসল্লিদের জেলা অনুযায়ী অবস্থান নিশ্চিত করেছেন আয়োজকরা। তবে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় ময়দানের বাইরেও অবস্থান নিয়েছেন অনেকে। এদিকে, নিরাপত্তায় পুলিশ, রেব এবং গোয়েন্দাসহ যৌথ বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য ৫ স্তরে ভাগ হয়ে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। পুলিশের পক্ষ থেকে ১৪টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।