বানান ত্রুটিতে যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ১ লাখ ২৬ হাজার সনদপত্র বাতিল
- আপডেট সময় : ০৫:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
বানান ত্রুটিতে যশোর শিক্ষা বোর্ডের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার প্রায় ১ লাখ ২৬ হাজার সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এ ভুলের কারণে সার্টিফিকেট পুনঃ:মুদ্রণ করতে বোর্ডের অতিরিক্ত ১ কোটি ১১ লাখ ৯০ হাজার ৯৪৫ টাকা খরচ হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড কর্তৃপক্ষ।
জানা যায়, পরীক্ষার যে সার্টিফিকেট দেয়া হয় তার কাগজ কেনা হয় অস্ট্রেলিয়া থেকে। পরে সরকার নিয়ন্ত্রিত সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বোর্ডের মনোগ্রাম, বড় অক্ষরে শিক্ষা বোর্ড ও পরীক্ষার সালসহ নাম ছাপা হয়। এর নিচের অংশ ছাপা হয় শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগ থেকে। যেখানে শিক্ষার্থী, বাবা-মা,কেন্দ্রের নাম, নম্বর, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ফলপ্রকাশের তারিখসহ অন্যান্য বিষয়গুলো উল্লেখ থাকে। তবে মূদ্রণের আগে চূড়ান্ত প্রস্তুতির পর একটি নমুনা সার্টিফিকেট তৈরি করা হয়। যা সংশোধনের জন্য পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগসহ দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠানো হয়। পরীক্ষা নিয়ন্ত্রক চূড়ান্তের পরই বোর্ডের অভ্যন্তরীণ প্রেসে ছাপা হয়। ২০২১ সালের এইচএসসির সার্টিফিকেট ছাপাতে সব পদ্ধতিই অনুসরণ করা হলেও সনদপত্রে হায়ার শব্দটি ভুল বানানে ছাপা হয়। ভুল ধরা পড়ার পর ওই সার্টিফিকেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ না করে বাতিলের সিদ্ধান্ত নেয় বোর্ড কর্তৃপক্ষ।