বার্ষিক পরীক্ষার সময় গুলোতে ও অবরোধ কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০১:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ১৯২০ বার পড়া হয়েছে
বার্ষিক পরীক্ষার সময় গুলোতে হরতাল ও অবরোধ কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। কমে গেছে স্কুল- কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার। নির্ধারিত সময়ের বার্ষিক পরীক্ষা নিয়েও শংকিত সকলেই।
ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় চলতি শিক্ষাবর্ষের পরীক্ষা নভেম্বরেই শেষ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু অক্টোবরের শেষ থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। বিএনপির সমমানের দলগুলোর হরতালের পর টানা অবরোধ চলছে। সড়কে গণপরিবহন চলাচল না করায় স্কুল, কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি কমেছে। পরীক্ষা না হলে শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে এমন আশঙ্কায় উদ্বিগ্ন সকলেই।
কিছু স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হলেও বেশিরভাগ স্কুলে পরীক্ষার সূচি ঘোষণা নিয়ে উদবিঘ্ন শিক্ষকরা। বন্ধের দিনেও পরীক্ষা নেওয়ার কথা ভাবছে অনেক প্রতিষ্ঠান।
এ মাসের মধ্যেই সকল পরীক্ষা শেষ করার নির্দেশ দেয়া হয়েছে জানালেন জেলা শিক্ষা অফিসার।
শিক্ষা প্রতিষ্ঠান হরতাল- অবরোধের আওতার বাইরে রাখার দাবি সবার।