বার বার বানান রীতির পরিবর্তন ও অশুদ্ধ উচ্চারণে বিলীনের পথে প্রাণের মাতৃভাষা
- আপডেট সময় : ০২:০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
বাংলা ভাষায় কথা বলেন বিশ্বের অন্তত ৪০ কোটি মানুষ। কিন্তু ভুল ব্যবহার, বার বার বানান রীতির পরিবর্তন ও অশুদ্ধ উচ্চারণে একটু একটু করে বিলীনের পথে চলেছে প্রাণের মাতৃভাষা। উচ্চশিক্ষার জন্য ইংরেজি বা ভিন্ন কোনো ভাষা শিখতে হলেও সঠিকভাবে বাংলা ভাষা না জানলে সেটিও সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ফেব্রুয়ারি মাস এলেই নতুন করে ভাষার চেতনায় আবেগে উজ্জীবিত হন এদেশের মানুষ। কিন্তু সারা বছর ধরে বাংলার সঠিক চর্চা তেমনটি না হওয়ায় বিকাশ ঘটছে না এই ভাষার। বাংলা ভাষার ঐতিহ্য-নির্ভর সঠিক বানান এবং প্রমিত চর্চা আসলে কতটুকু হচ্ছে, সেটাই স্বাধীনতার ৫০ বছরে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বে বাংলাই একমাত্র ভাষা, যে ভাষাকে প্রতিষ্ঠিত রাখতে রক্ত দিতে হয়েছে। দীর্ঘ দিনের চেষ্টায় বাংলা ভাষার মহান আন্দোলন ও একুশে ফেব্রুয়ারি বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দুর্লভ মর্যাদা পেলেও আজো বাংলা ভাষায় চলছে অবাধ বিকৃতি।
বিদেশি ভাষায় উচ্চশিক্ষিত হতেও মাতৃভাষার আত্তীকরণ ও মননশীলতা অর্জন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু প্রাথমিক স্তর থেকেই ভাষার শুদ্ধ চর্চার অবহেলা রয়েছে বলে অভিযোগ তাদের।
বাংলা ভাষা বিশ্বের চার সহস্রাধিক ভাষার মধ্যে চতুর্থ বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা হিসেবে স্বীকৃত। তবুও দিনে দিনে এই ভাষার বানান রীতি নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। ভাষার দূষণরোধে প্রত্যেকেরই সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের।
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার যে আন্দোলন ১৯৪৭-এ শুরু হয়েছিল, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে এসে তা পূর্ণতা পায়। কোনকিছু উত্তরাধিকার হিসেবে পাওয়া যতোটা সহজ, কিন্তু তার অবিকৃত রূপ ও ঐতিহ্য ধরে রাখা ততোটাই কঠিন বলে মনে করেন ভাষা-পণ্ডিতরা।