বালতির হাতল দিয়ে ছাদ ফুটো করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি
- আপডেট সময় : ১১:২৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ২৫৬১ বার পড়া হয়েছে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি ২৬ দিন ধরে কনডেমড সেলে বসেই কারাগারের ছাদ ছিদ্র করে পালানোর পরিকল্পনা করে। এ ঘটনায় কারাগারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
অ্যালুমিনিয়ামের বালতির হাতল দিয়ে দিনের পর দিন খুঁচিয়ে খুঁচিয়ে ইট–সুরকির ছাদ ফুটো করেন। ছিদ্রটি গামছা দিয়ে ঢেকে রাখতেন তাঁরা। পরে সুযোগ বুঝে সেই ছিদ্র দিয়ে কারাকক্ষের ছাদে বেরিয়ে আসেন চারজন। ছাদে যাওয়ার পর কনডেমড সেলের সামনে উন্মুক্ত স্থান পান। বিছানার চাদর, গামছা, লুঙ্গি গিঁট দিয়ে রশির মতো পাকিয়ে সেটি দিয়ে সীমানা প্রাচীর টপকে পালাতে সক্ষম হয় তারা। জেলা পুলিশ বলছে, ব্রিটিশ আমলে তৈরি ওই কারাকক্ষের ছাদ তৈরি হয়েছিল ইট, বালু ও চুন–সুরকি দিয়ে। এখানে কোনো রড ছিল না। ফলে জরাজীর্ণ ছাদ ছিদ্র করতে সমর্থ হয়েছিলেন তাঁরা। পুলিশ আরো বলছে, কারাগারের সব সিসিটিভি ক্যামেরা সচল নেই। ৭০০ বন্দী ধারণক্ষমতার কারাগারটিতে তিন গুণের বেশি ২ হাজার ২০০ বন্দী আছেন।