বাসের ধাক্কায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের ১৭ জন নিহত
- আপডেট সময় : ০৭:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
রাজশাহীতে বাসের ধাক্কায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের ১৭ জন নিহত হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোর যাত্রী। তবে তাদের পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত হতে পারে নি পুলিশ।
ছুটির দিন, পরিবার ও আত্মীয় স্বজনসহ রাজশাহীতে বেড়াতে আসছিলেন রংপুরের পীরগঞ্জ থানার রাজারামপুর গ্রামের সালাহউদ্দিন। ভর দুপুরে রাস্তা ফাঁকা। এমন সময়েই রাজশাহীর কাটাখালি থানার সামনে বেপরোয়া গতি আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় চলন্ত মাইক্রোর। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই যাত্রীসহ ভস্মীভূত হয়ে যায় মাইক্রোটি। স্থানীয় লোকজনের চোখের সামনেই মাইক্রোর ভেতরেই পুড়ে মারা যায় শিশু ও নারীসহ অন্তত ১১জন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। তবে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো ৬জন। এদিকে নিহতদের সবার পরিচয় এখনো নিশ্চিত হতে পারে নি পুলিশ। তবে মাইক্রোর নম্বর প্লেট থেকে প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে আএমপির এই কর্মকর্তা। দুর্ঘটনায় আহত বাসের দুই যাত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।