বাস্তবতা বিবর্জিত বাজেট দিয়ে আ’লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে : ফখরুল
- আপডেট সময় : ১০:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
বাস্তবতা বিবর্জিত বাজেট দিয়ে আওয়ামী লীগ বরাবরের মতো জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গোজামিলের বাজেট দিয়ে গরীব মানুষকে নি:স্ব করে এই সরকার লুটেপুটে খাওয়ার জন্য মেগা প্রজেক্ট করছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না দিলে, সরকার পদত্যাগ না করলে, জনগণ জানে কিভাবে নামতে হয় বলেও হুঁশিয়ারী দেন মির্জা ফখরুল।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিক উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত পেশাজীবি পরিষদের আলোচনা সভায় বক্তারা যুগপৎভাবে সরকার পতন আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আহবান জানান।
আলোচনা সভায় যোগ দিয়ে, বিএনপি মহাসচিব দাবি করেন, সবচেয়ে অন্ধকার সময়ে নেতৃত্ব দিয়ে দেশকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার জাতির ভবিষ্যৎকে নষ্ট করেছে। ২০২৩-২০২৪ সালের প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত আখ্যা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী সরকারের বাজেট মানুষের মধ্যে স্বস্তি আনতে পারেনি
এদিকে, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দোয়া ও মিলাদ মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের বিকল্প নেই। আর, নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজধানী ঢাকাসহ দেশের ৬টি বিভাগীয় শহরে তরুণ সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।