বাড়তি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে শ্যামবাজারে ৩ আড়ৎদারকে ৩০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৭:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বাড়তি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে শ্যামবাজারে ৩ আড়ৎদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। এতে ক্ষোভ জানান পাইকাররা। ব্যবসায়ীদের দাবি, কৃষকদের কাছ থেকে সরাসরি পেঁয়াজ কেনায় চালানপত্র পাওয়া যায়নি। ভোক্তা অধিকারের জরিমানা অযৌক্তিক।
কোরবানীর ঈদকে সামনে রেখে হঠাৎ করেই অস্থির পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। সরবরাহে ঘাটতি না থাকলেও কেন এই অস্বাভাবিক দাম বৃদ্ধি? কারণ খুঁজতে পুরান ঢাকার শ্যাম বাজারে অভিযানে নামে ভোক্তা অধিকার অধিদপ্তর
পেঁয়াজ কেনার পাকা রশিদ,কোথাও কোথাও অতিরিক্ত মজুত ও মূল্যতালিকা না থাকার অভিযোগে তিন আড়তদারকে জরিমানা করে ভোক্তা অধিকার।
ভোক্তা অধিকারের অভিযানে ক্ষোভ জানান আড়দাররা। তাদের দাবি, যে জরিমান করা হয়েছে তা অযৌক্তিক।
পেয়াজের বাজার স্থিতিশীল রাখতে সহযোগিতার আশ্বাস দেন শ্যামবাজার বণিক সমিতির সভাপতি।
শ্যামবাজারে পেয়াজ কেজি ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে। আর, বাজার নিয়ন্ত্রণে এরইমধ্যে পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্যমন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ভোক্তা অধিকার।