বাড়াবাড়ি করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী দেশব্যাপী ধর্মীয় বিভেদ তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাড়াবাড়ি করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। অন্যদিকে আলাদা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ইসলামের কল্যাণে সবচেয়ে বেশি কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার ঘটনায় যারাই জড়িত ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শাস্তি পেতেই হবে জানিয়ে, উগ্রবাদী গোষ্ঠীকে হুঁশিয়ার করে দেন তিনি।
মুসলিম হিন্দু খ্রিস্টান সবার মিলিত রক্তের স্রোতধারায় অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। এ স্বাধীনতা কোনো নির্দিষ্ট বা সম্প্রদায়ের স্বার্থের কাছে জিম্মি হতে দেবে না বলেও সাফ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ।
জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলন, ইসলাম কারো কাছে লিজ দেয়া হয়নি। পাকিস্তান সৃষ্টির পর ইসলামের কল্যাণের জন্য শেখ হাসিনা যে কাজ করেছেন তা আর কেউ করেনি।
মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগ নেতরা ।