বায়তুল মোকাররমে সিরাজুল আলম খানের প্রথম জানাজা সম্পন্ন
- আপডেট সময় : ০১:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাসদ গঠনের মাধ্যমে দেশের দু:শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন বলেই রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা হয়নি তাকে। জানান, কিংবদন্তি এই মুক্তিযোদ্ধকে রাষ্ট্রীয় মর্যাদা না দেয়া সরকারের হীনমন্যতারই বহি:প্রকাশ।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ সিরাজুল আলম খান কে শেষ বারের মত বিদায় জানাতে সকাল থেকেই দুর-দুরান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গনে ছুটে আসেন তার শুভাকাঙ্ক্ষীরা।
একে একে যোগ দেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা আসম আব্দুর সহ রাজনৈতিক নেতারা।সকাল ১০ টায় জানাযার মাধ্যমে শেষ বিদায় জানান প্রিয় নেতাকে।
জানাযায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্বাধীনতার ভুমিকা তুলে ধরে জানান রাষ্ট্রীয় মর্যাদা না পেলেও ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে জানান।
জানাযা শেষে গ্রামের বাড়ি নোয়াখালির আলিপুরে দাফন করা হবে সিরাজুল আলম খানকে। শুক্রবার বার দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন নিউক্লিয়াসের এই ছাত্রনেতা সিরাজুল আলম খান।