বায়ুদূষণ রোধে নয় দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট

- আপডেট সময় : ০৯:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বালুসহ মেগা প্রজেক্টের নির্মাণ সামগ্রী ঢেকে রাখা, অবৈধ ইটভাটা বন্ধ, কালো ধোয়া নির্গমনকারী গণপরিবহন জব্দসহ বায়ুদূষণ রোধে নয় দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে দূষণ রোধে সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে আগামী ২ ফেব্রুয়ারি তলব করেছে উচ্চ আদালত। সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনা দেন।
এয়ার কোয়ালিটি ইনডেক্সে অনুযায়ী গেল ২৫ নভেম্বর দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষস্থানে ছিলো ঢাকা। সোমবারও সেই তালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছে রাজধানী।
পরিস্থিতি যখন এতটাই নাজুক তখন দূষণরোধে পরিবেশসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন।
সোমবার সেই রিটের শুনানিতে ৯ দফা নির্দেশনা দেয় হাইকোর্ট। এর মাঝে উল্লেখযোগ্য নির্দেশনাগুলো তুলে ধরেন রিটকারীর আইনজীবী।
দূষণ রোধে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক কে তলব করে হাইকোর্ট।
ময়লা ও নিমার্ণকাজের দূষণ রোধে সিটি কর্পোরেশনকে নির্দেশও দেয় আদালত।
জনস্বার্থে দায়ের করা এই মামলার অগ্রগতি জানতে মার্চের প্রথম সপ্তাহে মামলাটি আবারো শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে বলেও জানান আইনজীবীরা।