বায়ুবাহিত করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভিন্ন ধারণা ছিল
- আপডেট সময় : ০৭:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বায়ুবাহিত করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভিন্ন ধারণা ছিল। সম্প্রতি ২৩৯ গবেষকের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের ফলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, জনবহুল, বদ্ধ জায়গায় করোনাভাইরাসের বায়ুবাহিত সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।শুরুর দিকে ধারণা করা হত যে হাঁচি বা কাশির ফলে ছড়ানো ড্রপলেটের মাধ্যমেই করোনাভাইরাস ছড়ানো সম্ভব।
সে কারণেই মহামারীর শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা কোভিড-১৯ থেকে সুরক্ষার জন্য হাত ধোয়াকে অন্যতম একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছিলেন। তবে সংস্থাটির কর্তারা বলছেন, বিশেষ পরিস্থিতিতে করোনাভাইরাসের ‘বায়ুবাহিত সংক্রমণের’ আশঙ্কা থাকতে পারে।
যেখানে মানুষের ভিড় বেশি, ঘর বন্ধ কিংবা যেখানে বাতাস চলাচলের ভালো ব্যবস্থা নেই – সেসব জায়গায় বাতাসের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি উড়িয়ে দেয়া যায় না, এমন কথাই এখন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এর আগে ৩২টি দেশের ২৩৯ জন গবেষকরা এক খোলা চিঠিতে বলেছেন, করোনাভাইরাস দীর্ঘসময় বাতাসে ভেসে থাকার মধ্য দিয়ে যে ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করতে পারে; ডব্লিউএইচও সে ব্যাপারে যথাযথ সতর্কতা জারি করতে ব্যর্থ হয়েছে।