বিআরটিএ’র সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে শান্তিপূর্ণ সমাধান আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিআরটিএ’র সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে শান্তিপূর্ণ সমাধান আসবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিকেলে মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের কয়েকটি ইউনিটের সম্মেলনে যোগ দেন মন্ত্রী। বলেন, বর্তমান সরকার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছিলো, তারাই আওয়ামী লীগকে নিয়ে কুৎসা রটাচ্ছে। ষড়যন্ত্র করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সামজ্ঞস্য রেখেই জ্বালানী তেলের দাম বাড়ানো হয়েছে। রোববারের মিটিং থেকে পরিবহন নিয়ে সমস্যার সমাধানের আশাপ্রকাশ করেন আসাদুজ্জামান খান কামাল।