বিআরটি প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
পদ্মা সেতু, মেট্রোরেল ও অন্যান্য মেগা প্রজেক্টের সাথে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বিআরটি প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলীতে বাস রেপিড ট্রানজিট প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন তিনি। একইসংগ বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তির অন্যতম কারণ খারাপ ড্রেনেজ সিস্টেম। তবে এই প্রকল্পের কাজ ইতোমধ্যেই ৬৩.২৭ ভাগ অগ্রগতি হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবুবকর সিদ্দিকসহ সড়ক পরিবহন ও সেতু বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।