বিআরটি প্রকল্পের জন্য ঢাকা-ময়মনসিংহ-টাংগাইল মহাসড়কে যানজট
- আপডেট সময় : ০৫:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
ঈদ এলে চাপ বাড়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাংগাইল মহাসড়কের গাজীপুর অংশে। মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় যানজটের কবলে পড়েন যাত্রী সাধারণ। এতে দুর্ভোগ আর ভোগান্তিকে সঙ্গী করে বাড়ি ফেরেন ৩২ জেলার প্রায় ৬০ লাখ মানুষ। এবার ভোগান্তি কমাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে গাজীপুর মেট্রোপলিটন ও হাইওয়ে পুলিশ।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত উত্তরবঙ্গের ৩২ জেলার প্রবেশদ্বার এই রুটে দিনে ৫০ হাজার গাড়ি চলাচল করে। ঈদে এই মহাসড়কে গাড়ি বাড়বে দেড়গুণ। এদিকে কুরবানীর পশুবাহী গাড়ি প্রবেশ করবে ঢাকায়। এই নিয়ে এখনই চালক ও যাত্রীদের রয়েছে আশংকা ও অস্বস্তি।
উওরবঙ্গের ২৬টি জেলার গাড়ি চলাচলের গুরুত্বপূর্ণ পয়েন্ট গাজীপুর জেলার চন্দ্রা ত্রি-মোড়। এ বছর ট্রাফিক ব্যবস্থাপনায় স্পিডগান ও মহাসড়কে যানজট চিহ্নিতে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করবে হাইওয়ে পুলিশ।
১২ কিলোমিটার মহাসড়কে ঈদ যাত্রা নির্ভিগ্ন করতে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
ফুটপাথে দোকান বসতে না দিয়ে তা দখলমুক্ত রাখা, ফিটনেসবিহীন যানবাহন এবং ব্যাটারিচালিত অবৈধ থ্রি হুইলার মহাসড়কে চলতে না দিলে যানজট পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে বলে মনে করেন সড়ক সংশ্লিষ্টরা।