বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান :ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্যবিধি না মেনে চললে এবং করোনা পরিস্থিতির অবনতি হলে, সরকার জনস্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। তিনি করোনা সংকটকালে বিএনপিকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের আহ্বান জানান।
রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগের কর্মকর্তা -কর্মচারীদের সাথে বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মেনে চললে, দেশ আরো ভয়াবহ সংকটে পরতে পারে। পরিস্থিতির যদি আরও অবনতি হয়, তাহলে জনস্বার্থে সরকার আবারও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা মোকাবিলায় সরকার শুরু থেকে সকল দপ্তর ও সংস্থার সমন্বয় গড়ে তুলে কাজ করছে। বিশ্বব্যাপী শেখ হাসিনা সরকারের সংকট সমাধানের সাহসী ও মানবিক প্রয়াস প্রশংসিত হচ্ছে। অথচ বিএনপি সমন্বয়হীনতার মিথ্যা প্রচার চালাচ্ছে। তিনি বলেন, অসহায় কর্মহীন মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি দায়িত্বহীন বক্তব্য দিয়ে, করোনার সম্মুখ যোদ্ধা ও আক্রান্তদের মনোবল নষ্ট করছে।