বিএনপিকে ধ্বংস করতে আত্মবিনাশী বিএনপিই যথেষ্ট
- আপডেট সময় : ০৮:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রেব-পুলিশের প্রয়োজন নেই, বিএনপিকে ধ্বংস করতে আত্মবিনাশী বিএনপিই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর গাড়ি ভেঙে মানুষের ওপর হামলা করে বিএনপি চেয়ারপার্সনের মুক্তি মিলবে না বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এদিকে, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াতের একমাত্র অস্ত্র হলো সহিংসতা। আলাদা স্থানে এসব মন্তব্য করেন আওয়ামী লীগের নেতারা।
সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, গাড়ি ভেঙে মানুষের ওপর হামলা করে বিএনপি চেয়ারপার্সনের মুক্তি মিলবে না।
পঞ্চগড়ের দেবীগঞ্চ উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, সহিংসতা বিএনপি-জামায়াতের একমাত্র অস্ত্র। কথা বলেন গুজব নিয়েও।
এদিকে, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় বিএনপি মহাসচিবের এক মন্তব্যের জবাব দেন তিনি।
বিএনপি নেতিবাচক রাজনীতি করে নিজেরাই ধ্বংস ডেকে আনছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।