বিএনপিকে নির্বাচনে আনার জন্য ব্যালটে ভোটের সিদ্ধান্ত হয়নি : কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
বিএনপিকে নির্বাচনে আনার জন্য ইভিএম বাদ দিয়ে ব্যালটে ভোটের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইভিএম না ব্যালটে নির্বাচন হবে তার সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের আছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন কৃষিমন্ত্রী।
ইভিএম বাদ দিয়ে ব্যালটে ভোট নেয়ার সিদ্ধান্তে বিএনপিকে নির্বাচনে আনা সহজ হবে বলে মনে করেন তিনি। এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবসের আলোচনায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আগামী নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন বাতিলের প্রসঙ্গে কথা বলেন তিনি।দলীয়ভাবে ইভিএম নিয়ে প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান ড. হাছান মাহমুদ।