বিএনপিকে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:০২:২২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্থানীয় সরকার ও জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপি’র অংশগ্রহনের সিদ্ধান্ত রাজনীতির জন্য সুসংবাদ। সকালে কর্ণফুলি নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় স্থানীয় সরকার ও উপনির্বাচনে বিএনপির অংশগ্রহন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
সংসদীয় রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে নির্বাচনে অংশগ্রহনের বিকল্প নেই বলেও জানান ওবায়দুল কাদের।
এছাড়া কর্ণফুলী টানেলের নির্মান কাজের সর্বশেষ অগ্রগতি ৫৮ ভাগ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এটি চট্টগ্রামকে বদলে দেবে।