বিএনপিকে মোকাবিলা করার সাহস নেই আওয়ামী লীগের : রুহুল কবির
- আপডেট সময় : ০৭:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
বিএনপিকে মোকাবিলা করার সাহস নেই আওয়ামী লীগের। এ কারণেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ ভেতরে ভেতরে অস্তিত্বশূন্য হয়ে পড়েছে। আর সরকার বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য গড়ে না উঠায় হতাশা জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে রাজধানীর বাংলামটর এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার নিজেকে বৈধতা দেওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করছে দাবি করে তিনি গণতন্ত্রে বিশ্বাসীদের উপজেলা নির্বাচন বয়কটের আহবান জানান।প্রেসক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিনে পরিণত হয়েছে।
এদিকে ডিআরইউতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির এক আলোচনা সভায় বিএনপি ও সরকার বিরোধী দলগুলোর বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না । ভারতের চলমান নির্বাচন দেশের রাজনীতিতে কোন প্রভাব পড়বে না বলেও দাবি করেন মান্না।