বিএনপির আন্দোলন মূলত নির্বাচন বানচাল করা : হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন মূলত নির্বাচন বানচাল করা। এজন্য তারা নানা ষড়যন্ত্র করছে। যে কোনো কর্মসূচির আগে বিএনপি নেতারা বিশেষ কোনো রাষ্ট্রদূতে বাসায় অথবা অফিসে যান।
সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হানিফ আরো বলেন, রাজনীতি বাংলাদেশের কিন্তু তারা চলে বিদেশীদের পরামর্শে। বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করে যাচ্ছে তারা। রাজনৈতিক কর্মসূচির নামে তারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না। আওয়ামী লীগের প্রতি যতক্ষণ মানুষের সমর্থন আছে, ততক্ষণ আওয়ামী লীগকে কোনোভাবেই ঘায়েল করা সম্ভব না বলে জানান তিনি ।